নিউইয়র্কে নতুন উচ্চতায় বাংলা ভাষা

গত দুই দশকে নিউইয়র্কে বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে এই শহরের সরকারি স্কুলগুলোতে বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছয় হাজারে। সে হিসেবে নিউইয়র্কের সরকারি স্কুলে চতুর্থ প্রধান ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা।

নিউইয়র্কের শিক্ষা কমিশনারের অফিসের দেয়া তথ্য অনুসারে, ইংরেজি ভাষার পর শহরটির স্কুলে সর্বাধিক ব্যবহৃত ভাষা স্প্যানিশ ও চীনা। চতুর্থ স্থানে রয়েছে বাংলা।

বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্সের বাঙালি অধ্যুষিত অঞ্চলে অবস্থিত তিনটি স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলার সমান্তরাল ব্যবহারের সুযোগ রয়েছে।