বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ২০১৫ সালের জন্য এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের আর্থিক অঞ্চলভুক্তিতে বিশেষ অবদানের জন্য লন্ডনভিত্তিক বিখ্যাত অর্থনৈতিক পত্রিকা ইউরো মানির ইমার্জিং মার্কেটের পক্ষ থেকে তাকে এ খেতাবে ভূষিত করা হয়। গতকাল পেরুর রাজধানী লিমায় এ ঘোষণা দেয়া হয়। আজ সকালে পেরুর রাজধানী লিমার শেরাটন হোটেলে এ সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভা উপলক্ষে লিমায় উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অন্য প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।