শততম বিদ্যুৎকেন্দ্র: সাফল্যের উল্লেখযোগ্য চিত্র

বর্তমান পৃথিবীতে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিদ্যুৎ। সভ্যতার অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে আধুনিকতার নানা অনুষঙ্গের সঙ্গে। আর সেই অনুষঙ্গগুলো পূরণের জন্য প্রথমেই প্রয়োজন বিদ্যুৎ। বিদ্যুতের সঙ্গেই জড়িয়ে রয়েছে আধুনিক সভ্যতা। বিদ্যুতের আবিষ্কারই মানুষকে নতুন পথে চালিত করেছে। যত দিন যাচ্ছে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুৎ ছাড়া উৎপাদনের চাকা যেমন ঘোরানো সম্ভব না, তেমনি বিদ্যুৎ ছাড়া বর্তমানে একটি দিনও কল্পনা করা যায় না। বিদ্যুতের ওপরই নির্ভর করছে পুরো জীবনযাত্রা। বাংলাদেশও পিছিয়ে নেই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে। প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিদ্যুতের চাহিদা। আর মানুষের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। যদিও মানুষের চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে আমাদের। তবুও চাহিদার সঙ্গে পাল্লা দিয়েই বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ফলে সরকারের পক্ষে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিদ্যুৎ উৎপাদন একদিকে যেমন ব্যয়বহুল তেমনি সময়সাপেক্ষও বটে। ইচ্ছে হলেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না। এজন্যই প্রয়োজন হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বিনিয়োগ। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের প্রতি গুরুত্ব আরোপ করে। এরই ধারবাহিকতায় দেশের নানাপ্রান্তে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। ৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৪৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন তিনটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন। আর এর মধ্য দিয়ে বর্তমানে দেশে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ১০০-তে। এসব বিদ্যুৎকেন্দ্রে মোট উৎপাদন ক্ষমতা ১১ হাজার ৮৭৭ মেগাওয়াট হলেও এসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ১১ হাজার ২৮২ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনকে সাধুবাদ জানাতেই হয়। বিদ্যুতের অভাবে উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কা নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে দূর হবে বলেই আমরা মনে করি। আমরা আরো মনে করি, নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি পুরনো, অকেজো বিদ্যুৎকেন্দ্রগুলো ধীরে ধীরে বন্ধ করে বিদ্যুৎ খাতে জ্বালানির সাশ্রয় প্রয়োজন এবং একই সঙ্গে বিতরণ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন করার উদ্যোগ গ্রহণ করা। ইতোপূর্বে বিদ্যুতের অভাবে উৎপাদনের চাকা থমকে যাওয়ার যে শঙ্কা আমাদের মনে প্রতিনিয়ত বাজত, নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে সেই শঙ্কাও দূর হওয়ার পথ তৈরি হলো। সরকার ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মেগাপ্রকল্প গ্রহণ করেছে, আমরা মনে করি, তার বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত হবে।