‘এমডিজি’র মতো এসডিজিও অর্জন করা সম্ভব’

জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল(এমডিজি) লক্ষ্যমাত্রা অর্জনের মত বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে মোট ২ হাজার ৪৭৫ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যেখানে সবচেয়ে বড় প্রকল্প ‘ফোর টায়ার জাতীয় ডাটা স্থাপনে ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকারও বেশি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ অর্জন সম্ভব হবে।

এদিকে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখায় সম্প্রতি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মাননা আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে উৎসাহ যোগাবে বলে মনে করেন তিনি। আর এই উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সভায় মন্ত্রিপরিষদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।