স্যানিটশনের ক্ষেত্রে বাংলাদেশ দৃষ্টান্ত

স্যানিটশেন ব্যবস্থার উন্নয়ন ও খোলা স্থানে মলত্যাগ কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য দৃষ্টান্ত বলে মনে করে উন্নয়ন সহযোগিরা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্যানিটেশন সচিবালয়ের উদ্যোগে রাজধানীতে দুদিনের স্যানিটেশন কনফারেন্স শুরু হয়।

উদ্বোধনীতে আলোচকরা বলেন, ১৯৯০ সালে বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলত্যাগের হার ছিলো প্রায় ৩৪ শতাংশ বর্তমানে এ হার মাত্র ১ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত শূন্যতে নামিয়ে আনতে কাজ শুরু হয়েছে।

দুদিনের এই সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা নিয়ে ২২টি গবেষণাপত্র উপস্থাপন করবেন এবং দ্বিতীয় প্রজন্মের স্যানিটেশন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।