ঈদ-উল-আযহাকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ৯০ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে ১২ থেকে ১৮ সেপ্টেম্বর এই সাত দিনে পাঠিয়েছেন ৪০ কোটি ২১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, কোরবানির পশুসহ বিভিন্ন কেনাকাটার জন্য প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠানোয় রেমিটেন্স প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স আসে ১৬ কোটি ডলার। আর ৫ থেকে ১১ সেপ্টেম্বর রেমিটেন্স আসে ৩৪ কোটি ২৩ লাখ ডলার। এদিকে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলারের রেমিটেন্স আসে।
আর গেল অর্থবছরের শেষ জুনে আসে ১৪৩ কোটি ৯৩ লাখ ডলার। মূলত ঈদ-উল-ফিতরের কারণেই এই দুই মাসে বড় অঙ্কের রেমিটেন্স পাঠান প্রবাসীরা। তবে ঈদ পরবর্তী মাস আগস্টে রেমিটেন্স প্রবাহ কমে যায়। আগস্টে রেমিটেন্স আসে মাত্র ১১৮ কোটি ৭২ লাখ ডলার।