বাংলাদেশি গবেষককে মার্কিন দূতাবাসের অভিনন্দন

এমআইটি’র ফেলোশিপ লাভ করায় বাংলাদেশি গবেষককে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ইন্টিগ্রেটিভ ক্যান্সার রিসার্চের জন্য ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির ‘কোচ ইনস্টিটিউট’ এর কাছ থেকে লুডউইক সেন্টার ফর মোলিকিউলার অনকোলজি গ্র্যাজুয়েট ফেলোশিপ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া নাজনীন। আর একারনে তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের ফেসবুক পেজে সুমাইয়ার ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানানো হয়।

সেখানে বলা হয়, ‘চলুন সুমাইয়া নাজনিনকে অভিনন্দন জানাই। বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের এই প্রভাষক সম্প্রতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য লুডউইক সেন্টার ফর মোলিকিউলার অনকোলজি গ্র্যাজুয়েট ফেলোশিপ অর্জন করেছেন। ইন্টিগ্রেটিভ ক্যান্সার গবেষণার জন্য এমআইটি’র কোচ ইনস্টিটিউট তাকে এ সম্মাননা দেয়। এর আগে ২০১২ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) তে পিএইচডি করার জন্য ফুলব্রাইট সাইন্স অ্যান্ড টেকনোলজি অনুমোদন পান তিনি। অভিনন্দন সুমাইয়া।’