দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারাদেশে আইসিটি শিক্ষা সম্প্রসারণ এবং আইসিটিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের নির্বাচিত দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প’ যাত্রা শুরু করেছে। সম্প্রতি আইসিটি বিভাগের উদ্যোগে ও আইসিটি অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থাপিত হতে যাওয়া এসব ল্যাবে আসবাবপত্র সরবরাহের জন্য ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নিজ দপ্তরে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ‘প্রধানমন্ত্রী এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ তৈরি বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি খাতের জন্য দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে বদ্ধপরিকর এবং এই প্রকল্প সেই ভিশন বাস্তবায়নে অনেকটাই সহায়তা করবে।’ অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় ৬৪টি জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের মাদ্রাসা শিক্ষপ্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত দুই হাজার শিক্ষা-প্রতিষ্ঠানে এই ল্যাবগুলো স্থাপিত হবে। এসব প্রতিষ্ঠানে আগামী চার মাসের মধ্যে আসবাবপত্র সরবরাহ করার জন্য নির্বাচিত হয়েছে নাভানা ফার্নিচার, আকতার ফার্নিসার্শ, হাতিল কমপ্লেক্স এবং পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, আইসিটি বিভাগের অতিরক্তি সচিব সুশান্ত কুমার সাহা ও মো. হারুনুর রশিদ, ল্যাব স্থাপনের এই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. এমদাদুল হক, আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।