প্রশ্নপত্র ফাঁস: ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তারা আগারগাঁওয়ে ইউজিসি দপ্তরের একটি কক্ষে এই অভিযান চালান।

আটকদের মধ্যে একজন ইউজিসি’র সহকারী পরিচালক ওমর সিরাজ। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুফতি মাহমুদ খান বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

তবে আটক প্রশ্নপত্র মেডিকেলের ভর্তি পরীক্ষার কি না অন্য কোনো পরীক্ষার এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।