দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব তৈরি করছে সরকার

দেশের নির্বাচিত দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের মাদ্রাসা) কম্পিউটার ল্যাব ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন করবে সরকার। ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের’ আওতায় ল্যাবগুলো স্থাপন করবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর। গতকাল ল্যাবগুলোর জন্য প্রয়োজনীয় আসবাব সরবরাহে আসবাব নির্মাতা চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে। চার মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব আসবাব সরবরাহ করা হবে।

উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও সচিব শ্যামসুন্দর শিকদার।