আন্তর্জাতিক মেডিসিন জার্নালের সম্পাদকীয় বোর্ডে ডা. আজিজ

বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী জার্নাল অব পালমোনারি অ্যান্ড রেসপাইরেটোরি মেডিসিনের সম্পাদকীয় বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ আজিজুর রহমান। তিনি এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের রেসপাইরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পালমোনোলজি, রেসপাইরেটোরি মেডিসিন, থোরাসিক সার্জারি, লাঙ ডিজিজ (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ, অ্যাকিউট লাঙ ইঞ্জুরি, অ্যাকিউট রেসপাইরেটোরি থেরাপি) সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে জার্নাল অব পালমোনারি অ্যান্ড রেসপাইরেটোরি মেডিসিন।