প্রথমবারের মতো জার্মানির ফ্রাঙ্কফোর্ট বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের প্রকাশনা সংস্থা। বাংলাদেশ জ্ঞান পুস্তক ও প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। ওসমান গনি বলেন, ‘বিভিন্ন সময় পৃথকভাবে কেবল পর্যবেক্ষক কিংবা দর্শনার্থী হিসেবে গেলেও পৃথিবীর বৃহত্তর এ মেলায় অংশ বাংলাদেশ নেয়নি। এ বারই প্রথম অংশ নিচ্ছি। এটা আমাদের দেশের প্রকাশনা সংস্থার জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ। জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশনা সমিতির নেতৃত্বে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা মেলায় অংশ নেবে। বইমেলা শুরু হবে ১৪ অক্টোবর। শেষ হবে ১৬ অক্টোবর।’ ফ্রাঙ্কফোর্ট বইমেলা সম্পর্কে তিনি বলেন, ‘ফ্রাঙ্কফোর্টের মেলায় বই বিক্রি হয় না। বিক্রির ক্ষেত্র তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন দেশের নামি-দামি প্রকাশকরা সেখানে উপস্থিত হয় এবং তাদের নিজস্ব প্রকাশনা নিয়ে আলোচনা করেন। এ ভাবে চিন্তার বিনিময়ের মধ্যে দিয়ে প্রকাশনা শিল্পের বিশাল ক্ষেত্র তৈরি হয়।’