ডায়নামাতে চলবে রুবেলের মোটরসাইকেল

এবার ডায়নামার মাধ্যমে তেল ছাড়াই চলবে মোটরসাইকেল। চলার সময় স্বয়ংক্রিয়ভাবে এটি চার্জ উৎপাদন করবে। একইসঙ্গে বিদ্যুতের মাধ্যমেও চলবে এটি। এমন এক অভিনব মোটরসাইকেল উদ্ভাবন করেছেন ঢাকার কেরানীগঞ্জের আহম্মদ হোসেন রুবেল (২৭)। গতকাল রুবেল জানান, চলন্ত অবস্থায় ডায়নামাতে চার্জ উৎপাদনের মাধ্যমে মোটরসাইকেলটি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে চলতে পারবে। আর এভাবে যেতে পারবে ৬৫ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত। অত্যন্ত কম শব্দ সৃষ্টিকারী এই যন্ত্রযানের ওজন ১২৫ কেজি যা দুজনকে ভালোভাবেই বহন করতে পারবে। এ ছাড়া সরাসরি বৈদ্যুতিক চার্জের মাধ্যমেও বাইকটি চলতে পারবে। এই তরুণ মোটরসাইকেলে চড়ে সবসময় ভাবতেন, কীভাবে তেল ছাড়া বাইক চালানো যায়। এই চিন্তাই থেকে কাজে লেগে যাওয়া। দীর্ঘ গবেষণার পর গত ৬ মাসে একটু একটু করে এটি তৈরি করেন। পরে সফলভাবে তা চালাতে সক্ষম হন। ব্যবসা শিক্ষা থেকে এইচএসসি পাস রুবেল বলেন, ছোটবেলা থেকে বাইকের প্রতি আকর্ষণ এবং এর বিপরীতে এটি চালানোর মতো সামর্থ্য না থাকা- এ বাইক তৈরিতে নেশার মতো কাজ করেছে। রুবেল বলেন, কার্যকর সহায়তা পেলে তিনি এটি বাণিজ্যিকভাবে কাজে লাগাতে পারেন। তিনি বর্তমানে পূর্ব আগানগরের একটি শপিংমলে ছোটখাটো কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত।