দুর্নীতিতে জিরো টলারেন্স, উপহারও নিষিদ্ধ করলেন তারানা

নিজ দফতরে কোনো ধরণের উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন ডাক ও দুর্নীতিতে জিরো টলারেন্স, উপহারও নিষিদ্ধ করলেন তারানাটেলিযোগাযোগ বিভাগের নতুন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। এমনকি শুভেচ্ছা উপহার ফুলকেও না বলেছেন তিনি।

মূলত মোবাইল ফোন অপারেটরগুলোর উপহারের দিকে ইঙ্গিত করেই এমন কড়াকড়ি আরোপের কথা জানান নতুন দায়িত্ব নেওয়া প্রতিমন্ত্রী।

পরে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী রাজনীতিবিদ একইভাবে সকলকে সতর্ক করেন।

মঙ্গলবার শপথ নিলেও পরদিন শবে কদরের ছুটির কারণে বৃহস্পতিবার ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে প্রথম অফিস করে তারানা হালিম বলেন, কোনোভাবেই তার মন্ত্রণালয়ে দুর্নীতি প্রবেশ করতে দেয়া হবে না।

সেসময় মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে ৯০ দিনের কর্মসূচি নেওয়ার কথা জানান তিনি।

তারানা হালিম বলেন, দেশের অর্থ দেশে রাখতে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটককে আরও শক্তিশালী করা হবে। আর এই অর্থ দেশের উন্নয়নে কাজে লাগানোর কথা জানান তিনি।

সদ্য দায়িত্ব পাওয়া টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কোম্পানির কাছে যে বকেয়া রয়েছে- তা আদায়ে কঠোর হবে মন্ত্রণালয়। একই সঙ্গে ডাক বিভাগকে আরও আধুনিক করার কথাও জানান তিনি।

সংরক্ষিত আসনের এ সাংসদ আরও বলেন, এ খাতে নতুন হলেও দক্ষতা দিয়ে কাজ করবেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে অভিনয় জগতে এসে পরে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া তারানা হালিম মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। চ্যানেল আইয়ে মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান ‘জীবন যেখানে যেমন’ পরিচালনা করেন তিনি।

নিজেকে গণমাধ্যমের মানুষ হিসেবে উল্লেখ করে দায়িত্ব পালনে গণমাধ্যমের সহযোগিতাও চান নতুন প্রতিমন্ত্রী।

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারানা হালিম। বৈঠক করেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সঙ্গেও।