জাতীয় পরিচয়পত্রহীন ৪৭ লাখ ভোটার সম্পর্কে ‘তথ্য বিবরণী’ দেবে ইসি

স্মার্টকার্ড দেওয়া হবে বলে গত বছর হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ৪৭ লাখ ব্যক্তিকে প্রচলিত লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়নি। এসব ভোটারের অনেকেই বর্তমানে ‘জাতীয় পরিচয়পত্র জরুরি প্রয়োজন’ উল্লেখ করে নির্বাচন কমিশনে (ইসি) ধরনা দিচ্ছেন। এ পরিস্থিতিতে ওই নতুন ভোটারদের কথা চিন্তা করে আপৎকালীন সময়ের জন্য একটি ‘তথ্য বিবরণী’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সম্প্রতি নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, জাতীয় পরিচয়পত্র নেই, এমন ৪৭ লাখ নাগরিকের অসুবিধার কথা চিন্তা করে একটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেন তারা অন্তত জাতীয় পরিচয়পত্র নম্বরসহ কিছু তথ্য পান। এতে তাদের প্রয়োজন মিটবে বলে আশা করি। কেননা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসব তথ্যের ভিত্তিতে যেকোনো নাগরিকের পরিচয়পত্র ইসির সার্ভার থেকে যাচাই করতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, তথ্য বিবরণীতে জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্যগুলো থাকবে। এ জন্য জাতীয় পরিচয়চত্র নিবন্ধন অনুবিভাগকে প্রয়োজনীয় ফরমেট ডেভেলপসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে কমিশনের পরবর্তী বৈঠকে কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।
জানা গেছে, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা ইসির ওয়েবসাইটে গিয়ে নাম, পিতা-মাতার নাম, ঠিকানা লিখে যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করলে তখন জাতীয় পরিচয়পত্র নম্বরসহ কিছু তথ্য পাবেন, যা প্রিন্ট করে ব্যাংক অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যাবে। তবে এ তথ্য বিবরণীতে ইসির সত্যায়ন থাকবে না। এ বিষয়ে ইসি কর্মকর্তারা বলেন, যেসব প্রতিষ্ঠানে সেবা নিতে গেলে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়, এমন তথ্য বিবরণী দিয়ে সেসব প্রতিষ্ঠান সেবা দেবে না। কেননা এটা জালিয়াতি করা খুবই সহজ। তাই সেবাদানকারী প্রতিষ্ঠান এই ঝুঁকি নেবে কি-না সন্দেহ। এতে হয়রানি বাড়তে পারে। তাই এ তথ্য বিবরণীতে ইসির সত্যায়ন থাকা প্রয়োজন বলে মনে করেন তারা।