বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক নির্মিত হচ্ছে

বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কসহ পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সড়কটি নির্মাণ হলে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে। একইসঙ্গে চীন, থাইল্যান্ডসহ দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক (বালুখালী-ঘুনধুম) বর্ডার রোড’ শীর্ষক প্রকল্প প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, মোট ৫৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চলতি বছরে শুরু হয়ে ২০১৭ সালের জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। কক্সবাজারের উখিয়া এবং বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলায় এ সড়ক তৈরি করা হবে। সভায় ৬ হাজার ৫৫৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৪টি এবং ১টি সংশোধিত।