সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সম্প্রতি অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এশিয়ান কেস কম্পিটেশন ২০১৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের একটি ৪-সদস্যের টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দেশে ফিরে বিজয়ী দল ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
এসময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের প্রভাষক এবং দলের প্রশিক্ষক ও উপদেষ্টা মো. সাইমুম হোসেন-এর নেতৃত্বে দলের অন্যান্য সদস্যরা হলেন মো. মহিউদ্দিন ভুঁইয়া, শুভ্র ইম্মানুয়েল রোজারিও ও শাদমান হক।