সুবিধাবঞ্চিত শিশুদের জুতা দিল বাটা

বাটা শু কম্পানি (বাংলাদেশ) বেগুনটিলা, টেকেরবাড়ী, বালুরমাঠ ও তালেব ক্যাম্পের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে জুতা বিতরণ করেছে। বাটা বাংলাদেশের সিএসআরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দ্য সুসি রিজড ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাটা বাংলাদেশ শুরু থেকেই নানা সিএসআর প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা ও অন্যান্য সংগঠনের দরিদ্র শিশুদের জন্য জুতা উপহার দিয়ে আসছে। এবার বাটা বাংলাদেশ ও দ্য সুসি রিজড ফাউন্ডেশন যৌথভাবে এই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বাটা বাংলাদেশের পক্ষে নন রিটেইল সেলস ম্যানেজার ওমর ফয়সাল চৌধুরী ও দ্য সুসি রিজড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ফাউন্ডার মিস সিনথিয়া ডোজিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।