তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের নিকট সরকারি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করারলক্ষ্যে ওপেন গভর্নমেন্ট ডাটার (ওজিডি) উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কনফারেন্স কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং ইউনাইটেড ন্যাশনস ডিপার্টমেন্ট অব ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের (ইউএনডেসা) ডিভিশন ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (ডিপিএডিএম) যৌথভাবে জাতীয় পর্যায়ে ‘ওপেন গভর্নমেন্ট ডাটা (ওজিডি) স্যানসিটাইজেশন, গ্যাপ অ্যাসেসমেন্ট এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং’ শীর্ষক ৩দিনব্যাপী কর্মশালা শুরু করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেস্ফোর্ড, ইউএসএইড বাংলাদেশের অফিস অব ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্সের ডেপুটি ডিরেক্টর জ্যাসন স্মিথ প্রমুখ।