হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও টানা দুই অর্থবছরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড করেছে কাস্টমস্ এঙ্াইজ ও ভ্যাট, কুমিল্লা কমিশনারেট কার্যালয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া অর্থবছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে শতাংশ হার অর্জনে সারাদেশের মধ্যে কুমিল্লা কমিশনারেট শীর্ষস্থানে রয়েছে। বিগত বাজেটে ২০১৪-১৫ অর্থবছরে কুমিল্লা কাস্টমস্ এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৮৫৫ কোটি ৩০ লাখ টাকা। চলতি বছরের জুন মাস পর্যন্ত ওই অর্থবছরে এক হাজার ৮৬০ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আদায় করে এ কমিশনারেট কার্যালয়। যা বিগত ২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আয়ের চেয়েও ৩২ দশমিক ৩৯ শতাংশ বেশি। ২০১০ সাল থেকে টানা তিন অর্থবছর পিছিয়ে থাকলেও গত দুই অর্থবছর রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।জানা গেছে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রা?হ্মণবাড়িয়া জেলার ছয়টি বিভাগীয় কার্যালয় নিয়ে গঠিত কুমিল্লা কাস্টমস্ এঙ্াইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়। এ কমিশনারেট কার্যালয় ২০০৯-১০ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও এরপর টানা তিনবার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এর মধ্যে ২০১০-১১ অর্থবছরে ৮৫৭ কোটি লক্ষ্যমাত্রা ধরা হয়। ওই অর্থবছরে রাজস্ব আদায় হয় ৮১৫ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে এক হাজার ৬৩৩ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়। ওই অর্থবছরে রাজস্ব আদায় হয় এক হাজার ৪২৯ কোটি টাকা। পরবর্তীতে ২০১২-১৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয় এক হাজার ৮৬০ কোটি টাকা। ওই অর্থবছরে রাজস্ব আদায় হয় এক হাজার ৮৭ কোটি টাকা। বিগত এ তিনটি অর্থবছরে লক্ষ্যমাত্রা আদায়ে পিছিয়ে থাকা কুমিল্লা কাস্টমস্ হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার টানা দুই অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কাস্টমস্ সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে কুমিল্লা কাস্টমসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৮৫৫ কোটি ৩০ লাখ টাকা। চলতি বছরের জুন মাস পর্যন্ত ওই অর্থবছরে এক হাজার ৮৬০ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আদায় করে এ কমিশনারেট কার্যালয়। এর আগে ২০১৩-১৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড এক হাজার ৩৫৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ওই অর্থবছরে এক হাজার ৪০৫ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়। কুমিল্লা কাস্টমস্ টানা তিনবার পিছিয়ে থাকলেও হরতাল-অবরোধ চলাকালে কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় টানা দুই অর্থবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত অর্থবছরের তুলনায় এবার ৪৫৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। শতাংশে এই হার ৩২ দশমিক ৩৯ শতাংশ বেশি। এ বিষয়ে কাস্টমস্ এঙ্াইজ ও ভ্যাট, কুমিল্লা কমিশনারেট কার্যালয়ের কমিশনার মো. আনোয়ার হোসাইন সংবাদ’কে বলেন, ‘বিগত দুই অর্থবছরে রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে রাজস্ব আদায়ে হিমশিম খেতে হয়েছে। এসময়ে লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করেছে কাস্টমস্ কর্মকর্তারা। রাজস্ব আদায়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতামূলক আচরণ, কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত মতবিনিময় সভা, শুল্ক ফাঁকি রোধে নজরদারি, বকেয়া আদায়, শুল্কায়িত অথচ অপরিশোধিত পণ্যের শুল্ক কর আদায় করতে পারায় লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায় সম্ভব হয়েছে। কুমিল্লা কাস্টমস্ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় তিনি কমিশনারেটের অধীন সকল কাস্টমস্ কর্মকর্তা, মূল্য সংযোজন করদাতাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। আগামী অর্থবছরেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
কুমিল্লায় কাস্টমস্ কমিশনারেটে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
হরতাল-অবরোধেও গত দুই অর্থবছরে ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা *রাজস্ব আদায়ে শতাংশ হারে দেশের শীর্ষে কুমিল্লা