চামড়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা পেতে নিরীক্ষা

চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পরিশোধের আগে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করাতে হবে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রযোজ্য অন্যান্য রপ্তানিতে নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকি পরিশোধের মতো চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পরিশোধের আগে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করাতে হবে। আলোচ্য নির্দেশনা সার্কুলার জারির তারিখ থেকে কার্যকর হবে।

এতে আরো বলা হয়, চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে সংশ্লিষ্ট সব সার্কুলার বা সার্কুলারপত্রের প্রযোজ্য নির্দেশনা এবং অন্যান্য খাতের জন্য প্রযোজ্য অডিট ফার্ম নিয়োগবিষয়ক নির্দেশনা এ ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

– See more at: http://www.kalerkantho.com/print-edition/industry-business/2015/08/12/255346#sthash.iBmGlVdn.dpuf