মালয়েশিয়া হবে রেমিট্যান্স সোর্স অব বাংলাদেশ: ড. আতিউর

মালয়েশিয়া হবে রেমিট্যান্স সোর্স অব বাংলাদেশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের হোটেল ফুরামায় আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০১৫’ এ এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

আতিউর রহমান বলেন, ‘বর্তমান সরকারের আরেকটি অভিনব সাফল্য হলো ডিজিটাল বাংলাদেশ। সব কিছু এখন ডিজিটাল। প্রবাসীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে প্রতিদিন ৮০ কোটি টাকা রেমিট্যান্স পাঠায়। প্রযুক্তি এখন হাতের মুঠোয় চলে এসেছে।’

বৈদেশিক সাহায প্রসঙ্গে গভর্ণর বলেন, ‘বিদেশিদের কাছে এখন আর হাত পাততে হয় না। আমাদের নিজস্ব অর্থ দিয়ে আমরা পদ্মা সেতু নির্মাণ করছি। বাংলাদেশ সরকার জনগণের সমর্থন নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের সর্বত্র আমাদের বাংলাদেশ ছড়িয়ে আছে। আপনাদের ভরসা ও সহযোগিতা থাকলে সব সমস্যা দূর করা সম্ভব’

এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে এ ওর্য়াল্ড কনফারেন্স বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।