গেল ২০১৩-১৪ অর্থবছরে দেশে ৩৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এর আগে ২০০৮-০৯ অর্থবছরে উৎপাদন ছিল ২৭ লাখ মেট্রিক টনের একটু বেশি। শনিবার রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী এ তথ্য জানান। সরকারের মৎস্যবান্ধব বিভিন্ন পদক্ষেপের ফলে এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি। জেলা মৎস্য অধিদফতর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভায় পবা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সরকারের কার্যকর বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বর্তমানে দেশের ১৪ লাখেরও বেশি নারীসহ প্রায় এক কোটি লোক মৎস্য খাতের বিভিন্ন কাজে নিয়োজিত। মৎস্য খাত থেকেই তারা জীবন ও জীবিকা নির্বাহ করেন। যা বাংলাদেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ। চলতি ২০১৪-১৫ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ দশমিক ০৩ লাখ মেট্রিক টন।