সম্প্রতি কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার কানসাট ও দুর্লভপুর ইউনিয়নের মোট ৮০ জন মহিলার বেসিক আইটি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। আইসিটি বিভাগের আওতাধীন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কোর্স প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা সাকিলা দিল হাছিন ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম।