অফশোর টাকা বন্ড চালু করা হবে

প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে টাকা পাঠাতে উত্সাহী করতে ‘অফশোর টাকা বন্ড’ নামে নতুন বন্ড চালু করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৪’ উপলক্ষে আয়োজিত সম্মননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান একথা বলেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে ব্যয় করার বিষয়ে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা উঠিয়ে নেয়ার জন্য সরকারকে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি। বিদেশ গমনেচ্ছুদের জন্য সিএসআরের অর্থ খরচের জন্য সরকারকে অনুরোধ করবেন বলে অনুষ্ঠানে জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা ও আবু হেনা মোহা. রাজী হাসান, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান ও রেমিটার প্রতিষ্ঠানসমূহের নির্বাহী ও কর্মকর্তা, প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে ২৬ জনকে, বন্ডে বিনিয়োগকারী হিসেবে ৫জন বাংলাদেশিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর প্রবাসীদের পাঠানো অর্থ বৈধ চ্যানেলে সহজ, নিশ্চিত ও দ্রুততম সময়ে পৌঁছে দেয়ার জন্য এবং দুটি এক্সচেঞ্জ হাউজকে অ্যাওয়ার্ড দেয়া হয়।

এ বছর সরাসরি সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে প্রথম হয়েছেন আবুল হোসেন। একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে আবদুল করিম ও এ এইচ এম তাজুল ইসলাম। আর বন্ডে বিনিয়োগকারী হিসেবে পুরস্কার পেয়েছেন ৫জন। এদের মধ্যে রয়েছেন- মো. জাকির হোসেন, ওমর ফারুক, মো. সেলিম, মো. শফিক ও মজিবুর রহমান। এছাড়া বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠানোর জন্য ক্লাসিন এন কে কর্পোরেশন এবং ন্যাশনাল এক্সচেঞ্জ হাউজ নামের দুটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে গভর্নর বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স আহরণে বাংলাদেশ বর্তমানে বিশ্বে সপ্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। সামগ্রিক অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার এই বৃদ্ধি উল্লেখযোগ্য। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দেশের জিডিপির ৬ শতাংশ এবং বিদেশি মুদ্রার রিজার্ভের ৬০ শতাংশের বেশি।