বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বছরের জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫৮ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৭৮৭ টাকার বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। গতকাল শনিবার বিজিবি সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৫ হাজার ৪০৩টি ইয়াবা ট্যাবলেট, ৪৭ হাজার ৭৮৯ বোতল ফেনসিডিল, ৬৬২ কেজি গাঁজা, ২৪ হাজার ২৩ বোতল বিদেশি মদ, ১৮০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৬০৫টি বিভিন্ন ধরনের উত্তেজক ট্যাবলেট, ৭ হাজার ৯৯৬টি নেশাজাতীয় ইঞ্জেকশন ও ১৮ লাখ ৯৪ হাজার ৩৯৬টি বিভিন্ন ধরনের ট্যাবলেট।
এ ছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্য হলো ১২ হাজার ১৫টি শাড়ি, ৪ হাজার ৭৪৮টি থ্রিপিস, ২২ হাজার ৫৫৪ মিটার থান কাপড়, ৩ হাজার ১৫৯টি তৈরি পোশাক, ৮ হাজার ৬৭৩টি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, এক হাজার ৫১০ সিএফটি কাঠ ও দুটি কষ্টিপাথরের মূর্তি।
এদিকে, গত মাসে বিজিবির অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। আর সীমান্ত পথে মিয়ানমারের ১৫৯ নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।