মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স সম্পর্কে কোনপ্রকার বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়ে বলেছেন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর ছিলো, ১৮ বছরই থাকবে। এর কোন নড়চড় হবে না। তিনি বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার, এই সরকার নারীর জন্য অহিতকর কোন সিদ্ধান্ত নিবে না। তবে জনমনে উদ্বেগ সৃষ্টিকারী বিশেষ ক্ষেত্রে বিয়ের বয়স কমিয়ে ১৬ করার বিষয়টি নতুন আইনে থাকবে কিনা তা নিয়ে তিনি কোন মন্তব্য করেন নি।
গতকাল মঙ্গলবার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে ব্র্যাক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বক্তব্য রাখেন।