ভারতে নির্মাণ হচ্ছে শেখ হাসিনার ভাস্কর্য

এবার ভারতে নির্মাণ হচ্ছে শেখ হাসিনার ভাস্কর্য।
কলকাতার একটি স্থানীয় সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ভাস্কর্য নির্মাণ করছে।

সোমবার ভাস্কর সুনীল পাল ভাস্কর্যটিতে তুলির শেষ আঁচড় দিয়েছেন।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পর বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার নির্মিতব্য শেখ হাসিনার এ ভাস্কর্যটির শেষ মুহূর্তের কাজের ছবি প্রকাশ করে এএফপি। ছবিতে দেখা যায় শিল্পী সুনীল পাল কাঁদামাটি দিয়ে নির্মাণাধীন ভাস্কর্যটিতে শেষ মুহূর্তের আঁচড় দিচ্ছেন