চার কেজি ওজনের নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় সাড়া ফেলেছেন শালিখা উপজেলার শতখালী গ্রামের আল আমিন নার্সারীর মালিক আতিয়ার রহমান মোল্যা।
আল-আমিন নার্সারীতে একটি আম গাছে ১১টি আম ধরেছে। সবচেয়ে বড় আমটি লম্বায় ১৩ ইঞ্চি ও বেড় ১৮ ইঞ্চি। এর ওজন ৪ কেজি।
আতিয়ার রহমান জানান, তার প্রতিবেশী ইব্রাহীম হোসেন ছয় বছর আগে ব্রুনাই থেকে আমের একটি শায়ন ডাল এনে তার বাড়ির আম গাছে কলম দেয়। দু’বছর পর সেই গাছে দেড় কেজি ওজনের কয়েকটি আম ধরে। সেখান থেকে একটি শায়ন ডাল এনে তার নিজের নার্সারীতে একটি ফজলী আমের গাছের সঙ্গে কলম বাঁধেন। গত বছর ওই গাছে ২ কেজি ওজনের ৫টি আম ধরে।
এতে তিনি আরও উত্সাহিত হয়ে আম গাছের ব্যাপক পরিচর্যা শুরু করেন। এবার তিনি আশাতীত ফল লাভ করেন। এবার গাছে ১১টি আম ধরেছে। প্রতিটির ওজন ৪ কেজির মতো হবে। এ আম শ্রাবণ মাসের শেষ দিকে পাকবে বলে জানান। তার পারিবারিক পদবী মোল্যা ও ইব্রাহীমের মেয়ে ইয়াসমিনের নামে নতুন জাতের আমের নাম রাখেন মোল্যা-১ ইয়াসমিন।