কাজীপুর উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুতের সুবাদে অনেক সুবিধাবঞ্চিত এলাকা আলোকিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সৌর বিদ্যুতের ব্যবহারের ফলে দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে এবং সৌর বিদ্যুতের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। টিনের চালায় বা ছাদে সৌর বিদ্যুতের প্যানেল লাগানো হচ্ছে।
প্রতিটি সৌর বিদ্যুত্ ইউনিট স্থাপন করতে ৮ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। এককালীন কিছু টাকা ও পরে মাসিক কিস্তিতে পরিশোধ করার সুবিধা রযেছে। কাজীপুরের নাটুয়ারপাড়া, চরগিরিশ, নিশ্চিন্তপুর এবং তেকানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুত্ সংযোগের সুবিধা না থাকায় জনগণ বিদ্যুতের পরিবর্তে সৌর বিদ্যুতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।
চরাঞ্চলের অধিবাসীরা জানান, সৌর বিদ্যুতের আলোয় ছেলে-মেয়েদের লেখাপড়াসহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পাড়ছেন।
সৌর বিদ্যুতের একটি কোম্পানির স্থানীয় কো-অর্ডিনেটর জানান, চর এলাকায় অন্তত ২ হাজার সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করা হয়েছে। আরো অনেক প্যানেলের প্রস্তাব আছে।