মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে তথ্য আদান-প্রদান করবে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়া। এ লক্ষ্যে দুইটি দেশ চুক্তিতে সম্মত হয়েছে।
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার-অস্ট্র্যাকের
(এফআইইউ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১২-১৭ জুলাই এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) ১৮তম বার্ষিক সভা চলাকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বিএফআইইউয়ের মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মো. নাসিরুজ্জামান এবং অস্ট্র্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা পাউল জেভটোভিক এপিএম নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরুদ্দীন আহমেদ, এটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, আইনসভা ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, উপমহাপুলিশ পরিদর্শক মো. সাইফুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং বিএফআইইউয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টাকা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক তথ্য আদান-প্রদানে একে অপরকে সহযোগিতা করবে।
এ চুক্তিটির মধ্য দিয়ে বিএফআইইউয়ের এ ধরনের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সংখ্যা দাঁড়ালো ৩৬টি।