অবৈধ বাংলাদেশি অভিবাসীর রোম জয়

এক নারীকে উদ্ধার করতে খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে রোম জয় করলেন এক অবৈধ বাংলাদেশি অভিবাসী। ইতালির রাজধানী রোমের ওপর দিয়ে প্রবাহিত টাইবার নদীতে আত্মহত্যার উদ্দেশে ঝাঁপ দেওয়া ৫৫ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেন ৩২ বছর বয়সী বাংলাদেশি সব্যু খলিফা। এই বীরত্বপূর্ণ কাজের পুরস্কার হিসেবে তাকে ইতালিতে থাকার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ওই নারীকে উদ্ধারের পর কর্তৃপক্ষ ওই বাংলাদেশি যুবকের নাম-পরিচয় অনুসন্ধান করতে গিয়ে দেখতে পান যে, তিনি অবৈধভাবে ইতালিতে বসবাস করছিলেন। কিন্তু মানবতার ডাকে সাঁড়া দিয়ে তার ওই দুঃসাহসী কাজের জন্য কর্তৃপক্ষ তার অপরাধ ক্ষমা করে দেন। ইতালিয় কর্তৃপক্ষের মতে ওই বাংলাদেশি যুবক যে বীরত্ব দেখিয়েছেন তার প্রতিদান কোনো পুরস্কারেই শোধ করা সম্ভব নয়; নাগরিকত্ব তো খুবই নগন্য একটি পুরস্কার।

এ ঘটনার পর ইতালিয় কর্তৃপক্ষের এই উপলব্ধি আসে যে, ভিনদেশ থেকে আসা শরণার্থীদের আশ্রয় না দেওয়াটা মূলত একটি ‘বর্ণবাদি’ আচরণ। আর সেই বর্ণবাদের শিকার একজন ভিনদেশি মানুষই তাদের দেশের একজন নাগরিকের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন! এ মুহূর্তে এর চেয়ে বেশি বীরত্ব এবং ঔদার্য্যপূর্ণ ঘটনার আর দ্বিতীয় কোনো নজির নেই বলেই ইতালির উচিত তাকে স্বাগত জানানো এবং নিজের করে নেওয়া।