বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সর্বোচ্চ মূল্য সংযোজন কর-মূসক পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে গত ২০১৩-২০১৪ অর্থবছরে সেবা খাতে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় মূসক দিবস-২০১৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক ও এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমদ। বিজ্ঞপ্তি