২০ বছর মেয়াদী মহাপরিকল্পনায় রাজধানী ঢাকা

নতুন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ মতামত দেওয়া যাবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত

ঢাকা নিয়ে নতুন করে ২০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনার খসড়া প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত খসড়ার ওপর মতামত দেয়া যাবে।

এ জন্য গত ৭ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এ মহাপরিকল্পনার আওতায় নতুন করে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়ন করা হবে।

এতে জানানো হয়, রাজউকের আওতাধীন এক হাজার ৬২৪ বর্গকিলোমিটার (৬২৭ বর্গমাইল) এলাকার জন্য বিদ্যমান স্ট্র্যাকচার প্ল্যান/মাস্টার প্ল্যান এর মেয়াদ চলতি বছরই শেষ হবে। মেয়াদ পূর্তির আগেই ২০ বছর (২০১৬ থেকে ২০৩৫) মেয়াদী নতুন মাস্টার প্ল্যান প্রণয়ন করা প্রয়োজন ও সমীচীন। এ জন্য রাজউক মাস্টার প্ল্যানের খসড়া প্রণয়ন করেছে।

নতুন মাস্টার প্ল্যানের খসড়া জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, খসড়া মাস্টার প্ল্যান বা এর কোনো অংশ বিশেষের ওপর কোনো ক্ষতিগ্রস্ত অথবা অন্য কোনো ব্যক্তির আপত্তি থাকলে তাকে প্রজ্ঞাপন জারির পর ৬০ দিনের মধ্যে (৬ সেপ্টেম্বর) আপত্তি বা পর্যবেক্ষণ বা সুপারিশ দাখিল করার অনুরোধ করা হল।

খসড়ার একাধিক কপি রাজউক এনেক্স ভবনের ষষ্ঠ তলায় জনসাধারণের দেখার জন্য সংরক্ষিত আছে। রাজউকের পরিকল্পনা প্রণয়ন শাখায় (টাউন প্ল্যানার) মতামত দেওয়া যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মো. গোলাম মোছাদ্দেক বলেন, “নতুন মাস্টার প্ল্যানের খসড়ার বিষয়ে কোনো আপত্তি থাকলে তা ৬০ দিনের মধ্যে জানাতে হবে। পরে মতামত গ্রহণযোগ্য হবে না। এ মাস্টার প্ল্যানের আওতা ২০ বছর মেয়াদী নতুন ড্যাপ প্রণয়ন করা হবে। নতুন ড্যাপের খসড়ার কাজও চলছে।”
নতুন মাস্টার প্ল্যানের খসড়া জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, খসড়া মাস্টার প্ল্যান বা এর কোনো অংশ বিশেষের ওপর কোনো ক্ষতিগ্রস্ত অথবা অন্য কোনো ব্যক্তির আপত্তি থাকলে তাকে প্রজ্ঞাপন জারির পর ৬০ দিনের মধ্যে (৬ সেপ্টেম্বর) আপত্তি বা পর্যবেক্ষণ বা সুপারিশ দাখিল করার অনুরোধ করা হল।
খসড়ার একাধিক কপি রাজউক এনেক্স ভবনের ষষ্ঠ তলায় জনসাধারণের দেখার জন্য সংরক্ষিত আছে। রাজউকের পরিকল্পনা প্রণয়ন শাখায় (টাউন প্ল্যানার) মতামত দেওয়া যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।