সিলিকন ভ্যালির কোম্পানির সঙ্গে বিসিসির চুক্তি

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান ইয়াকসি সফটওয়্যারের সঙ্গে সেবা বিষয়ক চুক্তি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। বৃহস্পতিবার বিসিসিতে এ সমঝোতা স্মারক সই হয়। ইয়াকসি একটি অ্যাপ যার মাধ্যমে একই সঙ্গে লাইভ চ্যাট ও ভিডিও কল করা যায়। এছাড়া অ্যাপটি দিয়ে ছবি শেয়ারিং এবং নেটওয়ার্কে থাকা সবার লোকেশন নির্ণয় ইত্যাদি কাজ করা যায়। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক চলে এসেছে। দেশে এখনও থ্রিজি সব জেলায় চালু হয়নি। এমন পরিস্থিতিতে দ্রুত ফোরজি চালুর পরামর্শ দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভায় আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, টেলিকম অপারেটরগুলো কম ব্যয়ে বেশি মুনাফা পেতে চায়। থ্রিজি দিয়ে আয় করতে পারছে বলে ফোরজিতে যেতে আগ্রহী নয়। পরিকল্পনামন্ত্রী আইসিটি বিভাগকে ফোরজি নেটওয়ার্ক
চালুর ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করার পরামর্শ দেন। সমঝোতা স্মারকে বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম এবং ইয়াকসির প্রধান নির্বাহী শাহ তালুকদার সই করেন। এ চুক্তির পর আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এতে মুস্তফা কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবাই চেষ্টা চালাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, একই কাজ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর করছে। এতে করে সময় এবং অর্থের অপচয়
হয়। আইসিটি প্রতিমন্ত্রী জানান, এ সমস্যা সমাধানে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেক্ট বাস্তবায়নের কাজ চলছে। খুব শিগগিরই ডিজিটাল বাংলাদেশের সব কাজের সমন্বয় করা হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্কের এমডি বেগম হোসনে আরা, সিসিএর কন্ট্রোলার জিএম ফখরুদ্দিন, আইসিটি অধিদফতরের মহাপরিচালক মো. জসিমউদ্দিনসহ আরও অনেকে।