পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

পুঁজিবাজারে কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার প্রবণতা গতকাল বুধবারও অব্যাহত ছিল। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। বাজারে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ ও ইঞ্জিনিয়ারিং খাতের। এ দুই খাতে লেনদেন হয়েছে ২০৩ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৪১ শতাংশ।

তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৫১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।

ডিএসই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার ক্ষেত্রে কোন সংবেদশীল তথ্য নেই সোনালী আঁশ ও ইস্টার্ন কেবলসে্র। অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।