প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটির উদ্বোধন করবেন বলে সোমবার নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাড়ে ৭৫ মিটার দৈর্ঘ্য এবং সাড়ে ১২ মিটার প্রস্থের এই দোতলা জাহাজে একসঙ্গে ৭৫০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।
বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে ওয়েস্টার্ন মেরিন কোম্পানি ২৬ কোটি ৫৯ লাখ টাকায় এ জাহাজ তৈরি করেছে।
নৌ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরামদায়ক ভ্রমণের জন্য মধুমতিতে গোলাপ, শাপলা, টিউলিপ ও পদ্ম নামে চারটি ভিআইপি ফ্যামিলি স্যুট রয়েছে। আরও রয়েছে ডাবল বেডের ১৮টি প্রথম শ্রেণির সিঙ্গেল ফ্যামিলি স্যুট এবং চারটি প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন।
এছাড়া ৩৪টি প্রথম শ্রেণির ডাবল কেবিন এবং ৪২টি দ্বিতীয় শ্রেণির চেয়ার আসন রয়েছে এই জাহাজে।