বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড July 5, 2015 ফেইসবুকে স্যায়ার করুন টুইটারে টুইট করুন tweet বিদ্যুৎ উৎপাদনে আট হাজার মেগাওয়াটের মাইলফলক ছুঁয়েছে বিদ্যুৎ খাত। ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের তথ্যানুযায়ী আজ রবিবার রাত ৯টায় সারাদেশে ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এটিই বাংলাদেশে এ যাবতকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।