১৮৫ কোটি টাকা মুনাফা করল বিএইচবিএফসি

২০১৪-২০ অর্থবছরে প্রভিশনাল হিসাব অনুযায়ী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ১৮৫ কোটি দুই লাখ টাকা মুনাফা অর্জিত হয়েছে।

এ বছর মঞ্জুরিকৃত ঋণের পরিমাণ ৩১১ কোটি ২১ লাখ টাকা। পূর্ববর্তী অর্থবছরে মঞ্জুরিকৃত ঋণের অংশসহ এ বছর বিতরণকৃত মোট অর্থের পরিমাণ ২৭১ কোটি ৭৩ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থবছরে ঋণ মঞ্জুর ও বিতরণ করা হয়েছিল যথাক্রমে ২৮৫ কোটি ১৮ লাখ ও ৩৮৮ কোটি ৯০ লাখ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে মোট আদায় হয়েছে ৪৮২ কোটি ৯৬ লাখ টাকা। গত বছরে যার পরিমাণ ছিল ৪৫৯ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ আদায় বৃদ্ধির পরিমাণ ৫.১৮ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ১৭৯ কোটি ২৮ লাখ টাকা। গত অর্থবছরে যার পরিমাণ ছিল ২১২ কোটি ৫২ লাখ টাকা। গত অর্থবছরে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৭.১৪ শতাংশ, যা বর্তমান অর্থবছরে দাঁড়িয়েছে ৫.৯২ শতাংশে। শ্রেণিকৃত ঋণের বিপরীতে করপোরেশনের কোনো প্রভিশন ঘাটতি নেই। করপোরেশনে চলতি অর্থবছরে ঋণের স্থিতি তিন হাজার ২৬ কোটি ৫০ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল দুই হাজার ৯৭৪ কোটি ৭৩ লাখ টাকা।