বিশ্বব্যাংকের মূল্যায়ন নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ে বাংলাদেশ

বিশ্বব্যাংক জানিয়েছে, মাথাপিছু মোট জাতীয় আয়ের (জিএনআই) হিসাবে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। বিভিন্ন দেশের মোট মাথাপিছু আয়ের হিসাব নিয়ে গতকাল বুধবার বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ উন্নতির তথ্য পাওয়া গেছে। প্রতিবছর ১ জুলাই মাথাপিছু জিএনআই হিসাবের ভিত্তিতে বিশ্ব অর্থনীতির আয় শ্রেণীকরণের পুনর্মূল্যায়ন তুলে ধরে বিশ্বব্যাংক। গতকাল প্রকাশিত প্রতিষ্ঠানটির সর্বশেষ শ্রেণীকরণ অনুযায়ী, কোনো দেশকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে মাথাপিছু জিএনআইয়ের পরিমাণ এক হাজার ৪৫ থেকে চার হাজার ১২৫ ডলারে থাকতে হবে। বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার ও তাজিকিস্তান এই আয়স্তরে প্রবেশ করায় নিম্ন আয়ের দেশের শ্রেণি থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে।
প্রসঙ্গত, উচ্চ-মধ্য আয়ের দেশে উন্নীত হলে কোনো দেশের মাথাপিছু জিএনআই হতে হবে চার হাজার ১২৬ থেকে ১২ হাজার ৭৩৫ ডলার। এ বছর মঙ্গোলিয়া ও প্যারাগুয়ে নিম্ন-মধ্য আয়ের দেশ থেকে উচ্চ-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে ১২ হাজার ৭৪৬ ডলারের ওপরে মাথাপিছু জিএনআই থাকতে হবে।