যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মূলত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপমহাদেশে বিশেষ অবদান রাখার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ গায়িকাকে অতিথি হিসেবে সম্মানিত করা হয়।
এ প্রসঙ্গে রুনা লায়লার স্বামী চিত্রনায়ক আলমগীর বলেন, ‘রুনা লায়লা হাউস অব কমন্সের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পেরে সত্যি ভীষণ আনন্দিত। কারণ এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ দেশের ভাবমূর্তিকে বিশ্বে দরবারে সমৃদ্ধ করে।’
আলমগীর আরো জানান, ‘মেয়ে তানি লায়লা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করছে। তানি লায়লার দুই সন্তান (জেইন ইসলাম ও অ্যারন ইসলাম) রয়েছে। হাউস অব কমন্সের অনুষ্ঠানের পর এ দুই নাতির সঙ্গে সময় কাটানোর উদ্দেশে রুনা তার বাসায় যাবে। সেখানে তিনি কিছুদিন থাকবে। আর রোজার ঈদের আগমুহূর্তে দেশে ফিরবে সে।’
এদিকে, চলতি বছর সঙ্গীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন রুনা। এ উপলক্ষে গত ১০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল ‘গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুনা লয়লা’ কনসার্ট। শোনা যাচ্ছে, যুক্তরাজ্যেও এ ধরনের উদ্যাপন অনুষ্ঠানে অংশ নিতে পারেন এ বরেণ্য শিল্পী।