৯৫ বছরে পদার্পণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। নানা আন্দোলন-সংগ্রাম, চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেই এ বিশ্ববিদ্যালয়টি ৯৫ বছরে পদার্পণ করল আজ (০১ জুলাই ২০১৫)।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন’।

দিবসটি উপলক্ষে বুধবার ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে শোভা পাচ্ছে রঙ-বেরঙের আলোকসজ্জা। এতে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশের।

বিশেষত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, প্রশাসনিক ভবন, কলা ভবন, টিএসসি, কার্জন হলের আলোকসজ্জা সবার নজর কাড়ে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন মল চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোর পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন আবাসিক হল থেকে শোভাযাত্রা নিয়ে মল চত্বরে জমায়েত হন। সেখান থেকে সবাই শোভাযাত্রা নিয়ে টিএসসি যায়।। বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় দিবসের বক্তা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রোভিসি, ইমেরিটাস অধ্যাপক এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সমিতির প্রতিনিধিরা।

এদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘দুর্লভ পা-ুলিপি প্রদর্শনী’ চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে, সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বায়োমেডিকেল ফিজিঙ্ অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি-গবেষণার প্রদর্শনী চলবে কার্জন হল ভবনের দক্ষিণ-পূর্ব বারান্দায়, বেলা ১১টা থেকে চারুকলা অনুষদে চলবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চারুকলা অনুষদ গ্যালারিতে চলবে শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মের প্রদর্শনী। এছাড়া, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিকাল ৪টায় নাট-ম-ল মিলনায়তনে বিশেষ বক্তৃতা ও বিকাল সাড়ে ৪টায় বাংলা নাটক ‘স্বদেশী নকশা’ প্রদর্শন করা হবে।