হেপাটাইটিস সি ভাইরাসের ওষুধ বাজারে ছেড়েছে বেক্সিমকো ফার্মা

হেপাটাইটিস সি রোগের ওষুধ বাজারে ছেড়েছে দেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সোফোভির-সি ব্র্যান্ড নামে বাজারে ছাড়া হয়েছে ওষুধটি। এর জেনেরিক নাম সোফোসবুভির। এটাই এখন পর্যন্ত হেপাটাইটিস সি রোগের সবচেয়ে কার্যকর চিকিৎসা এবং এর সাফল্যের হার শতকরা ৯০ ভাগেরও বেশি। ট্যাবলেট আকারে এই ওষুধ পাওয়া যায় এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও ইনজেকটেবল থেরাপির চেয়ে অনেক কম। এটা বিশ্বের অন্যতম দামি ওষুধগুলোর মধ্যে একটি। উন্নত বিশ্বে এর প্রতিটি ট্যাবলেটের দাম ৮০ হাজার টাকা।

নতুন এই ওষুধ সম্পর্কে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, এমপি, বলেন, বেক্সিমকো ফার্মা সবসময়ই রোগীদের জন্য সুলভ মূল্যে নতুন নতুন থেরাপি আনতে বদ্ধপরিকর। আমরা অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পৃথিবীর সর্বনিম্ন দামে হেপাটাইটিস সি রোগের এই ওষুধ বাজারে ছাড়ছি। বাংলাদেশে প্রতিটি ট্যাবলেটের দাম ধার্য করা হয়েছে মাত্র ৬০০ টাকা। অর্থাৎ মাত্র ৫০ হাজার ৪০০ টাকায় ১২ সপ্তাহের এই কোর্স পূর্ণ করা যাবে; যেখানে উন্নত দেশগুলোতে পূর্ণ কোর্স সমাপ্ত করতে খরচ হয় ৬৭ লাখ টাকা।