চাঁপাইনবাবগঞ্জের আম যাচ্ছে যুক্তরাজ্যের সুপার মার্কেটে

চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্তরাজ্যের সুপার মার্কেটগুলোতে প্রথমবারের মত আম রফতানী শুরু হয়েছে। এটা আম চাষীদের জন্য বিপুল বাণিজ্য সুবিধা সৃষ্টি করেছে।

বুধবার প্রাথমিক পর্যায়ে যুক্তরাজ্যের ওয়ালমার্ট চেইন সুপার শপে দুই টন ল্যাংরা ও ফজলি আম পাঠানো হয়। জেলা শহরের বারকুল্লাহ ট্রেডার্স এই আম পাঠায়।

ঢাকার একটি রফতানী প্রতিষ্ঠান দীপ এন্টারপ্রাইজের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন চেইন শপ এবং অন্যান্য বাংলাদেশী মার্কেটগুলোতে আম পাঠানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের একজন আমচাষী আনোয়ারুল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্তরাজ্যের চেইন শপে আম রফতানীর সুযোগ সৃষ্টি হওয়ায় আমি বেশ খুশী। এটা ইউরোপের অন্যান্য সুপার মার্কেটের জন্য আম রফতানীর সুযোগ সৃষ্টি করবে। এতে আমচাষীরা ভাল দাম পাবে এবং তাদের জীবন যাত্রার উন্নয়ন হবে।’

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: মনিরুজ্জামান বলেন, ‘এটা কোন মানবিক ঘটনা নয়, কোন অনুদান নয়, এটা সম্পূর্ণ ব্যবসায়িক ইস্যু।’ চাষীরা যদি ইউরোপের চেইন শপগুলোতে আম রফতানী অব্যাহত রাখতে চায়, তাহলে তাদেরকে সর্বোচ্চ মান বজায় রেখে আম উৎপাদন করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহিদ বলেন, শুধু যুক্তরাজ্য নয় অন্যান্য দেশেও আমের চাহিদা রয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশী বিভিন্ন দেশে বসবাস করছে। যাদের কাছে আম খুব পছন্দ।

অতীতে অল্প পরিমাণ আম বিদেশে রফতানী হতো। কিন্তু ফরমালিন ও রাসায়নিক যুক্ত হওয়ায় তা বন্ধ হয়ে যায়। এবার ওয়াল মার্ট আবার আম রফতানীর সুযোগ সৃষ্টি করলো।

বাংলাদেশ বিশ্বে আম উৎপাদনকারী ৭ম দেশ। এখানে বছরে ১০ লাখ টন আম উৎপাদন হয়