বাংলা গভঃনেটের শুভ সূচনা

দেশজুড়ে ডিজিটাল বাংলাদেশের নীরব বিপ্লব সৃষ্টিকারী প্রকল্প ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলা গভঃনেট গত মঙ্গলবার উদ্বোধনের মধ্য দিয়ে শুভ সূচনা করল। প্রকল্পটির মাধ্যমে ইতিমধ্যে ৫৮টি মন্ত্রণালয়, ২২৭টি অধিদফতর, ৬৪টি জেলা এবং ৬৪টি উপজেলা ইনফ্রা নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। একই সঙ্গে এ প্রকল্পের মাধ্যমে বিসিসি ভবনে নেটওয়ার্ক অপারেশন সেন্টার স্থাপন, ঢাকাতে ৪৩ কিলোমিটার ফাইবার অপটিক লাইন স্থাপন করা হয়েছে। যার ফলে দ্রুত ডাটা ট্রান্সফার, ভিডিও কনফারেন্সিং ও আইপি ফোন ব্যবহারের সুবিধাসহ ইনফ্রা নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া একই প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১২০০ আইপি ফোন স্থাপন করা হয়ছে। মানবসম্পদ উন্নয়নে এ প্রকল্পের মাধ্যমে ১০০ জনকে বৈদেশিক প্রশিক্ষণ এবং ১৫০ জনকে স্থানীয়ভাবে প্রশিক্ষণ প্রদান কর হয়ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিবার্হী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, বাংলা গভঃ ডটনেট প্রকল্পের পরিচালক মাহবুবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত ইয়ুন ইয়াং লি এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এসএকে সি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সু ইয়াং লি। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দফতর ও সংস্থার ২৫০ জনকর্মকর্তা অংশগ্রহণ করেন। ইসমত আরা সাদেক বলেন, ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলা গভঃনেট বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এখন থেকে স্থানীয় প্রশাসন তাদের দাফতরিক কার্যক্রম আর দ্রুত গতিতে স¤পন্ন করতে পারবেন। ফলে দাফতরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। দেশে ই-গর্ভনেন্স বাস্তবায়নের জন্য এই নেটওয়ার্ক সহায়ক ভূমিকা পালন করবে। জুনাইদ আহমেদ পলক বলেন, ২০১৫ সালের মধ্যে দেশের ৪৮৭টি উপজেলা ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু হয়েছে। ২০১৭ সালের মধ্যে দেশের সব ইউনিয়নকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। পলক আরও বলেন, সরকারি কর্মকর্তাদের কাজের সুবিধার জন্য ১২ হাজার আইপিফোন সরবরাহ করা হয়েছে। এ সব ফোন থেকে বিনামূল্যে কল করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলা গভঃনেট নেটওয়ার্কের জন্য ঢাকায় ৪৩ কিলোমিটার ফাইবার অপটিক লাইন স্থাপন করা হয়েছে। নেটওয়ার্ক তদারকি করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে নেটওয়ার্ক অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এই নেটওয়ার্কের সহায়তায় দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার, ভিডিও কনফারেন্সিং ও আইপি ফোন ব্যবহার করা যাবে। বাংলা গভঃনেট প্রকল্পটি আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়ন করেছে। প্রসঙ্গত, বাংলা গভঃনেট প্রকল্পটি ২০১০ সালে হাতে নেয়া হয়। কোরিয়ান সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল এসকে সি অ্যান্ড সি কোম্পানি লিমিটেড। কোরিয়ার প্রতিষ্ঠানটির বাংলাদেশে সাব-কন্ট্রাকে কাজ করেছে টেকভ্যালী নেটওয়ার্কস লি., হামিডা ট্রেডার্স, এডিএন টেলিকম লি., বিডি লিংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।