ক্যারিয়ারের প্রথম ৩ ম্যাচে ১১ উইকেটের রেকর্ড ছিল চারজন বোলারের। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মার উইকেট নিয়েই মুস্তাফিজ ছাড়িয়ে গেছেন সবাইকে।
পরে আরও একটি উইকেট নিয়ে রেকর্ডটি পোক্ত করেছেন মুস্তাফিজ। নিজের শেষ ওভারে বোল্ড করেছেন সুরেশ রায়নাকে। আর এই উইকেট মুস্তাফিজকে এনে দিয়েছে আরেকটি বিশ্বরেকর্ড, ৩ ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট!
এই সিরিজে ৩ ম্যাচে ১৩ উইকেট নিলেন মুস্তাফিজ। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের বিপক্ষেই! ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রতিটিতেই ৪ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার ভ্যাসবার্ট ড্রেকস, মোট উইকেট ছিল ১২টি।
এক সিরিজের ৩ ম্যাচে ১৩ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসও। তবে সেটি ছিল পাঁচ ম্যাচের সিরিজ। ৩ ম্যাচ সিরিজের বিশ্বরেকর্ড তাই মুস্তাফিজেরই।
বাংলাদেশের হয়ে ৩ ম্যাচ সিরিজে আগের সেরা ছিল মাশরাফি বিন মুর্তজার ১২ উইকেট, ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে।
ক্যারিয়ারের প্রথম ৩ ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট :
উইকেট | ১ম ম্যাচ | ২য় ম্যাচ | ৩য় ম্যাচ | সাল | |
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) | ১৩ | ৫/৫০ | ৬/৪৩ | ২/৫৭ | ২০১৫ |
রায়ান হ্যারিস (অস্ট্রেলিয়া) | ১১ | ১/৫৪ | ৫/৪৩ | ৫/৫৪ | ২০০৯, ২০১০ |
রাস্টি থেরন (দক্ষিণ আফ্রিকা) | ১১ | ৩/৬৩ | ৫/৪৪ | ৩/১৮ | ২০১০ |
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) | ১১ | ৪/৪১ | ৩/৩৮ | ৪/৩৮ | ২০১১ |
ব্রায়ান ভিটরি (জিম্বাবুয়ে) | ১১ | ৫/৩০ | ৫/২০ | ১/৪৫ | ২০১১ |
৩ ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট:
উইকেট | প্রতিপক্ষ | সেরা | ৪/৫ উইকেট | সাল | |
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) | ১৩ | ভারত | ৬/৪৩ | ০/২ | ২০১৫ |
ভ্যাসবার্ট ড্রেকস (ও. ইন্ডিজ) | ১২ | বাংলাদেশ | ৪/১৮ | ৩/০ | ২০০২ |
মাশরাফি মুর্তজা (বাংলাদেশ) | ১২ | কেনিয়া | ৬/২৬ | ০/১ | ২০০৬ |
ওয়াকার ইউনিস (পাকিস্তান) | ১১ | নিউজিল্যান্ড | ৫/১১ | ০/২ | ১৯৯০ |
রাস্টি থেরন (দ.আফ্রিকা) | ১১ | জিম্বাবুয়ে | ৫/৪৪ | ০/১ | ২০১০ |