রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

মাত্র এক ঘণ্টায় গতকাল রোববার রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আট হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে এপ্রিল মাসে সাত হাজার ৪৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। পিডিবি সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ ও তেলচালিত সব বিদ্যুৎকেন্দ্র চালু রাখার
কারণে এ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।
আট হাজার ৩২ মেগাওয়াটের মধ্যে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার ৯৭৮ মেগাওয়াট, তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে ২ হাজার ৪০২ মেগাওয়াট, কয়লা থেকে ৭৫, জলবিদ্যুৎকেন্দ্র থেকে ১২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ ছাড়া ভারত থেকে ৪৫৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।
পিডিবি জানায়, গতকাল দেশের কোথাও লোডশেডিং ছিল না। চাহিদা অনুযায়ী পুরো বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
গত বছরের ১৮ জুলাই একসঙ্গে সর্বোচ্চ সাত হাজার ৪১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। এর আগে ১৬ জুলাই রাত ৯টায় উৎপাদন হয়েছিল সাত হাজার ৪০৩ মেগাওয়াট। ১৫ জুলাই সাত হাজার ৩৭১ মেগাওয়াট। একই বছরের ৩০ মার্চ সন্ধ্যায় উৎপাদন হয়েছিল সাত হাজার ৩৫৬ মেগাওয়াট।