কর মওকুফে হাইটেক পার্ক ডেভেলপার ও বিনিয়োগকারীরা

হাইটেক পার্ক ডেভেলপার ও বিনিয়োগকারীরা বিদ্যুৎ বিল ও যোগানদার সেবার ক্ষেত্রে কর মওকুফ পাচ্ছেন। বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ কর মওকুফের প্রস্তাব দেন।

প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, হাইটেক পার্ক বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে আমি বিশ্বাস করি। এ কারণে হাইটেক পার্কের ডেভেলপারদের বিদ্যুৎ বিল এবং ডেভেলপার ও বিনিয়োগকারীদের যোগানদার সেবার ক্ষেত্রে বিদ্যমান মূল্য সংযোজন কর মওকুফের প্রস্তাব করছি।

এছাড়া হাইটেক পার্কের ডেভেলপার এবং এ সকল অঞ্চল বা পার্কে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিশেষ প্রণোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ করার কথাও উল্লেখ করেন তিনি।