দশ মাসে রফতানি আয় বেড়েছে তিন শতাংশ

গত এপ্রিল মাসে পণ্য রফতানি থেকে আয় হয়েছে ২৩৯ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। গত বছরের এপ্রিলের ২৭০ কোটি ৫৮ লাখ ডলারের তুলনায় যা দশমিক ৫৫ শতাংশ কম। তবে সামগ্রিকভাবে চলতি ২০১৪-১৫ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় তিন শতাংশ। তবে এ আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় পাঁচ দশমিক ৭১ শতাংশ কম। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে অর্থবছরের প্রথম ১০ মাসে রফতানি আয় হয়েছে দুই হাজার ৫৩০ কোটি ৩২ লাখ ডলার। অর্থাত্ গত অর্থবছরের একই সময়ের তুুলনায় রফতানি আয় বেড়েছে দুই দশমিক ৬৩ শতাংশ। বিগত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল দুই হাজার ৪৬৫ কোটি ৪৩ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, বরাবরের মতো এ ১০ মাসের আয়ের বড় অংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। নিটওয়্যার ও ওভেন দু’টি পণ্যের ক্ষেত্রে বিগত বছরের তুলনায় প্রবৃদ্ধি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা পিছিয়ে আছে। জুলাই-এপ্রিল সময়ে নিটওয়্যার উপখাতে রফতানি হয়েছে এক হাজার কোটি ৭৮ লাখ। আর ওভেন পোশাক পণ্য রফতানি হয়েছে এক হাজার ৫৫ কোটি ৭৯ লাখ ডলারের।

এছাড়া অন্যান্য পণ্যের মধ্যে আলোচ্য সময়ে হিমায়িত পণ্য রফতানি হয়েছে ৪৯ কোটি ১৯ লাখ ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৭৬ শতাংশ কম। হোম টেক্সটাইল রফতানি হয়েছে ৬৬ কোটি ৮৪ লাখ ডলারের। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে ৯১ কোটি ডলারের। পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে ৭২ কোটি ৪২ লাখ ডলারের।