ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়ার মডেক্স কোম্পানির সাথে মধু রফতানির বিষয়ে একটি সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিসিক কর্তৃক বাস্তবায়নাধীন আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মতিঝিলস্থ বিসিক ভবন চত্তরে রবিবার থেকে ৫ দিনব্যাপী মধুমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বক্ষরিত হয়।
বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (প্রকল্প) পতিত পাবন বৈদ্য।
এ সময় জানানো হয়—বাংলাদেশ থেকে বছরে ১ থেকে দেড় লাখ টন মধু বিদেশে রফতারি করা সম্ভব। এ জন্য বিসিককে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে ভারতের মতো বাংলাদেশেও মধু বোর্ড গঠন করতে হবে। দেশের বিভিন্ন এলাকার মৌ-চাষিদের উত্পাদিত মধু বিক্রি ও প্রদর্শনের লক্ষ্যে মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।